ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাক্টরের চাকায় পড়ে শ্রমিকের মৃত্যু


১৩ মার্চ ২০২৪ ২০:২৫

সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ইটভাটা শ্রমিক মিনারুল (১৮) সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের নতুন পাড়ার সার্থক আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা ১২টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দর্শনা পৌর এলাকার ঈশ্বচন্দ্রপুর গ্রামের সুপার ব্রিকস নামের একটি ইটভাটার শ্রমিক ছিল মিনারুল।

বুধবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে ট্রাক্টরে ইট নিয়ে অন্যান্য শ্রমিকদের সাথে ক্রেতার বাড়িতে যাচ্ছিল। এ সময় ড্রাইভারের পাশে বসে ছিল সে। এক পর্যায়ে ড্রাইভারের পাশ থেকে উঠে গিয়ে ট্রলিতে যেতে চায়। ফলে চলন্ত ট্রাক্টর থেকে পা পিছলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়।

তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ষোষনা করেন।

এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার সাহা বলেন, অভিযোগ পেলে ঘটনার তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নতুনসময়/এএম


চুয়াডাঙ্গা, দর্শনা, ট্রাক্টর, পিষ্ট, শ্রমিক