মানিকগঞ্জে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জে চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা এলাকায় বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লাল মিয়া (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১ মার্চ) লাল মিয়া ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় দুপুরে দিকে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপে কামড় দেয়। তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মার্চ) রাতে হাসপাতালের চিকিৎসকরা জানান, লাল মিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। পরে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলার গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে কবিরাজের বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এর আগে, লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে।
নতুনসময়/এএম
মানিকগঞ্জ, রাসেল ভাইপার, সাপ, কৃষক, মৃত্যু, চরাঞ্চল