ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মুন্সিগঞ্জের হাঁসাড়ায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত


২২ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩১

সংগৃহিত

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া বাজারের আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক কামাল হোসেন (৩১) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)।

দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটিকে চিহৃিত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিহতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রমজান কাঠি গ্রামের আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে কামাল হোসেন (৩১) এবং তার মেয়ে মাহিয়া মাহি (১০)।

হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।