ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


দিনাজপুরে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রি


১৮ জানুয়ারী ২০২৪ ০৯:৫০

সংগৃহিত

দিনাজপুর ১০ দিন ধরে বৃষ্টির মতো কুয়াশার পড়ার পর বুধবার সূর্যের দেখা মিললেও আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বিরাজ করছে ৯৭ শতাংশ। চলতি বছরে এটি দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে শীতের কাপড় কেনার ধাক্কা। এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল গুলোতে রোগীর চাপও বেড়েছে।