ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মিরসরাইয়ে লরি চাপায় তিন শ্রমিক নিহত


২৫ নভেম্বর ২০২৩ ১২:২৮

সংগৃহিত

চট্টগ্রাম মিরসরাই উপজেলায় লরি চাপায় গ্যাস লাইনের তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে আশা গ্যাস লাইনের কয়েকজন শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাস দিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে চার জনকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়, একজন গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহত ও নিহত সকলকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন, আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার মোঃ আলমগীর হোসেন (৪৫), মোঃ শফিকুল ইসলাম (৪২) এবং ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের মাসুদ মিয়া (৩৫)। আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় জোরারগঞ্জ হাইওয়ে থানায় একটি জিডি হয়েছে বলে পুলিশ জানায়।