ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


পা পিছলে পড়ে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১০

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান হেলেনা (১২) নামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টায় এ দুর্ঘটনাটি ঘটে। রাত ১০টায় দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বপালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হেলেনার বাবা লিটন হোসেন জানান নয়টার দিকে চাপ কলে পানি আনতে গেলে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়।

ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি জররি বিভাগে মর্গে রাখা হয়েছে।

নিহত হেলেনা মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর্তমান ৩১০/২পূর্ব গোড়ান খিলগাঁ ভাড়া বাসায় থাকতেন।