ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কালীগঞ্জে দু-গ্রুপের সংঘর্ষে আহত ৪


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৩

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষের ৪ জন আহত হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বাবরা গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সুত্রে জানাযায়, রাতে আওয়ামীলীগ কর্মী আব্দুল মান্নান কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে অপর আওয়ামীলীগ কর্মী মনিরুল, ঠান্ডুসহ কয়েকজন যুবক তাকে মারপিট করে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থলে ৩ টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়।

আহতদের মধ্যে ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, রাজনৈতিক আধিপত্ত বিস্তার নিয়ে এ সংঘর্ষ ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বোমার বিষ্ফোরণ ঘটেছে কিনা তা নিশ্চত করে কিছু না বলে জানান পটকা জাতীয় কিছুর বিষ্ফোরণ ঘটানো হতে পারে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা: অরুন কুমার দাস জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ওসমান নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর। তার ডান হাতে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।

এসএমএন