ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে বোমাসহ আটক ২


১ অক্টোবর ২০১৮ ০৩:১৫

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হাফিজুর রহমান (৫৩) ও মাহাবুবুর রহমান মাফি নামে দুই ব্যক্তিকে চারটি হাতবোমাসহ আটক করেছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পিরোজপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ১৮-২০ জনের একদল দুস্কৃতিকারী নাশকতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে থানার এসআই দেলোয়ার হোসেন মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। সে সময় অন্যান্য দুস্কৃতিকারীরা পালিয়ে গেলেও পিরোজপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও একই গ্রামের মৃত আমির আলীর ছেলে মাহবুবুর রহমান মাফিকে আটক করা হয়।

সেখানে থেকে চারটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলি টেপ দিয়ে পেচানো যা বালতির মধ্যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

একেএ