ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় আখিরের মোটর শোভাযাত্রা 


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫৮

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান আতাউর রহমান আখির এক মোটর শোভাযাত্রার আয়োজন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য।
 
শনিবার (২৯সেপ্টেম্বর) মোটর শোভাযাত্রাটি দূর্গাপুরের ঝানজাইল বাজার থেকে শুরু হয়ে কলমাকান্দার পাগলা বাজারে এসে শেষ হয়। 
তিনি বেশকয়েকটি পথসভায় নৌকার পক্ষে ভোট চান। এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন। আতাউর রহমান আখির বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
 
একেএ