ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বেনাপোলে ৫ বারসহ সোনা পাচারকারী আটক 


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩০

যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্ত থেকে ৫টি সোনার বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত শফিকুল বেনাপোলের পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে। 
 
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বারোপোতা সীমান্তের পাকা রাস্তার উপর থেকে শফিকুলকে আটক করে বিজিবি সদস্যরা।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ টি সোনার বারসহ শফিকুলকে আটক করে। 
 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 
 
 
একেএ