রাজশাহীর কেশরহাট ক্ষুদ্র মুদি ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাদ্য বিতরণ

আজ ৮ ই এপ্রিল (বুধবার) রাজশাহীর মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা খেটে খাওয়া মানুষদের মাঝে "কেশরহাট ক্ষুদ্র মুদি ব্যবসায়ী সমিতি"র উদ্যোগে ১ বস্তা করে ময়দা বিতরণ করা হয়েছে।
আজ সকালে শরিফুল ইসলাম শরিফের সার্বিক তত্ত্বাবধানে কেশরহাট ক্ষুদ্র মুদি ব্যবসায়ী সমিতির সদস্যরা খেটে খাওয়া কর্মহীন মানুষদের মাঝে ১ বস্তা করে ময়দা বিতরণ করেন। তারা জানায় প্রতিটি বস্তাতে ১০ কেজি করে খাবার ময়দা আছে। কেশরহাটে বিতরণ শেষে তারা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ময়দার বস্তা পৌঁছে দেন। ময়দার বস্তা বিতরণ শেষে তারা সরকারি অনুদানের পাশাপাশি কেশরহাটের সকল ব্যবসায়ীক সমিতির সদস্যদের করোনাভাইরাস সংকট মোকাবেলায় কর্মহীন মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন
এ সময় উপস্থিত ছিলেন: কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিক, সাহা জামাল, রাসেল রানা, সুলতান আলী, মুস্তফা জামান, আব্দুল মজিদ, ইসরাফিল, সোহরাব আলীসহ আরো অনেকে।