ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


নাটোরের বড়াইগ্রামে শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা


৩১ মার্চ ২০২০ ২১:৩৯

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন শহীদ মিনার ভাংচুর করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার, বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাচীন ভাংচুর করে। বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক জানান, রাতে শহীদ মিনার দুর্বৃত্তরা ভাঙচুর করে । মঙ্গলবার সকালে নির্মাণাধীন শ্রমিকরা কাজে এসে দেখে দেখে শহীদ মিনারটি ভাঙ্গা সংবাদ পেয়ে স্কুলের সকল শিক্ষক, ও এলাকার সর্বস্তরের মানুষ জড়ো হয় শহীদ মিনার চত্ব্বরে। ক্ষোভে ফেটে পড়ে তারা। দাবি জানানো হয় দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান এটা দেশদ্রোহী কাজ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।