ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ফেসুবকে গুজব, পাবনায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার!


৩১ মার্চ ২০২০ ১৯:২৭

করোনা ভাইরাস সম্পর্কে ফেসবুকে আপত্তিজনক পোস্ট দেয়ায় পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাম উপজেলার মশুরিয়াপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার যুবলীগ নেতা আব্দুস সালাম তার ফেসবুক পেজে করোনা ভাইরাস সম্পর্কে বিদেশিদের নিয়ে কটুক্তিকর মন্তব্য পোস্ট করেন।

এমন অভিযোগ পেয়ে সোমবার রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

নতুনসময়/আইকে