ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


কেশরহাট পৌরসভায় সরকারী অনুদানের ১০ কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ


৩১ মার্চ ২০২০ ০৪:৪২

ছবি সংঘৃহীত

আজ (৩০শে মার্চ) সোমবার করোনাভাইরাস সংকটে কেশরহাট পৌরসভায় খেটে খাওয়া দিনমজুর মানুষদের সরকারী অনুদানের ১০ কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সকালে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র শহিদুজ্জামান শহিদ।
২৩১ জন কার্ডধারীদের খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রুস্তম অালী প্রামাণিক, পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রোকমত জামান টিটু, কাউন্সিলর কফিল উদ্দীন, কাউন্সিলর আলালুর রহমান, নারী কাউন্সিলর মোমেনা আক্তার, জোৎসা খাতুন, পৌর সহকারি কর নির্ধারক মোফাখ্খারুল ইসলাম, সহকারি কর আদায়কারি মোসলেহুর রহমান, কার্যসহকারি আব্দুর রাজ্জাক প্রমূখ।