ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরন


৩১ মার্চ ২০২০ ০৪:১৫

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াসের উদ্যোগে নিম্ন আয়ের বিভিন্ন পেশার ৫ শতাধিক ব্যাক্তিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে। সোবার সকালে বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভ্যান চালকদের মুখে মাস্ক পড়িয়ে ও হাতে সাবান বিতরন করে এ কার্যক্রম শুরু করেন। পরে ছাত্রলীগ কর্মীরা বনপাড়া বাজারের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের ব্যাক্তিদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন। এসময় বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এড.মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/ একেআর