ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


পাথরঘাটায় অস্রসহ ১ ডাকাত গ্রেফতার


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৪

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলিতে বলেশ্বর নদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 
র‌্যাব সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্ততিরত অবস্থায় আব্দুল হালিম নামে এক জনকে আটক করা হয়। তার কাছে থাকা একটি দেশীয় বন্দুক, ১৯ রাউন্ড গুলি, দুটি ধারালো ছুড়ি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। হালিম সুন্দরবন কেন্দ্রীক দুধর্ষ জলদস্যু সাত্তার বাহীনির সদস্য। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, আটক জলদস্যু হালিমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
 
একেএ