ঢাকা রবিবার, ২৫শে মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৩

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের ডালনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম তরুন হালদার (৩৫)। তিনি একই গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে। 
 
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জিব কুমার ধর জানান, মঙ্গলবার সকালে ইলেকট্রিক গ্রান্ডিং মেশিনে তরুন হালদার দা-কাচি ধার দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
 
একেএ