ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


বরগুনায় যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেয়ার অনুরোধ


২৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে একজন সৎ ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন সাবেক এমপি ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলেয়ার হোসেন। 
 
বরগুনা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আধুনিক ভিআইপি ডাকবাংলোর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করতে এসে আমতলীতে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার বার-বার দরকার। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। নৌকায় ভোট দিলে এ দেশের গরীব দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। 
 
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য গ্রামগঞ্জে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার আহবান জানান তিনি। 
 
যারা আওয়ামী লীগের দুর্দিনে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তারা দলে এখন মূল্যহীন। দলে তাদের মূল্যায়ন ও আগামী জাতীয় নির্বাচনে এ আসনে একজন সৎ ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।
 
বরগুনা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই আধুনিক ভিআইপি ডাক বাংলো নির্মাণে ১ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
 
শনিবার সকাল ১১টায় বরগুনার আমতলী ডাকবাংলো মাঠে ডাকবাংলো উদ্ধোধন ও জনসভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মোঃ দেলোয়ার হোসেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি এ্যাড. মোঃ কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব মোঃ সামসুদ্দিন আহম্মেদ ছজু, জেলা আ’লীগ সদস্য আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মোহাম্মদ ওলিউল্লাহ অলি, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এসএম মশিউর রহমান সিহাব, আমতলী উপজেলা আ’লীগের সদস্য গাজী সামসুল হক, জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম দুলাল খান, এড. আরিফ উল হাসান, মহিলা সদস্য শাহিনুর তালুকদার, দেলোয়ারা হামিদ প্রমুখ।
 
একেএ