গাজীপুরে নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় নিখোঁজের ৮ দিন পর মোহাম্মদ সম্রাট নামে এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহত শিশু মোহাম্মদ সম্রাট (৯) পাবনা সদর উপজেলার আতোষপুর গ্রামের মোহাম্মদ ফজর আলীর ছেলে। গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর বাজার এলাকার কফিল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ।
এলাকাবাসী জানান, গত ২০ ডিসেম্বর সকাল ১১দিকে সম্রাট নিখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় সাধারণ ডাইরী করা হয় এবং এলাকায় ব্যাপক মাইকিং করা হয় । ৮ দিন পর একটি ডোবায় শিশু সম্রাটের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)জাবেদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।