ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


মোহনপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান


২৯ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৭

ছবি সংগৃহীত

মোহনপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার আকোঁবাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌগাছি ইউনিয়নের আকোঁবাড়ি এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার কাজে নিয়োজিত লোকজন পালিয়ে যায়। পরে পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর ভাংচুর ও ব্যাটারি জব্দ করা হয়। তিনি আরো জনান যে, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে উপজেলার ত্রিমোহনী মোড়ে ২টি সিগারেটের দোকানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এবং ১টি মোটরসাইকেলের চালকে জরিমানা করা হয়।