ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় প্রেমিক আটক


২৫ ডিসেম্বর ২০১৯ ২৩:০৫

পরকীয়া প্রেমের অভিযোগে প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে পরকীয়া প্রেমিকার ঘরে অন্তরঙ্গ অবস্থায় তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাদের নামে যৌন উপদ্রব আইনে মদন থানায় একটি মামলা হয়েছে। মামলার পর দুইজনকেই নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, আখাশ্রী গ্রামে খায়রুলের স্ত্রী ১ সন্তানের জননী পাপিয়া আক্তারের সাথে একই গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে ৩ সন্তানের জনক আব্দুল্লাহর (২৮) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল। এরই সুবাধে সোমবার রাতে খায়রুলের অনুপস্থিতিতে তার ঘরে প্রবেশ করে তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত হন আব্দুল্লাহ।

এ সময় স্বামী খায়রুল বাড়িতে ফিরে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে আব্দুল্লাহকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ করে থানায় খবর দেন। পুলিশ ওই রাতেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে পরকীয়া প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে থানার একটি যৌন উপদ্রব আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এই মামলার জেরে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে। ওসি মো. রমিজুল হক জানান, আখাশ্রী গ্রামে পরকীয়া প্রেমের খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উভয়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি যৌন উপদ্রব আইন ২৯০ ধারা একটি মামলা দায়ের করেছে। পরে তাদেরকে মঙ্গলবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

নতুনসময়/আইকে