ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় বাধা, সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত


১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:১১

ছবি সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণ কাজে বাধা ও বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া পপুলার হাউজিং এলাকায় আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আতিকুর রহমানের নির্মাণাধীন বাড়িতে এ চাঁদা দাবি, হামলা ও মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে জমির মালিকের ভাগিনা শাহ কামাল ভূঁইয়া বাদী হয়ে সোমবার বিকেলে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ সুমন, বাবু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- কাঠগড়া নয়াপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে সুমন (৪০), সুমনের ভাতিজা বাবু (২৫) ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন।

ভুক্তভোগী শাহ কামাল ভূঁইয়া জানান, আমার মামা অধ্যাপক ড. আতিকুর রহমান একজন আমেরিকা প্রবাসী। আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া পপুলার হাউজিংয়ের ভেতরে আমার মামার ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজ চলছে। আমি তার বাড়ির নির্মাণ কাজের দেখাশোনা করি। কাঠগড়া নয়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সুমন, বাবু ও তাদের সহযোগীরা আমার মামার বাড়ির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসিতেছিলো। গত ১২ ডিসেম্বর সকাল আনুমানিক ৯ টার দিকে উক্ত সন্ত্রাসীরা তাদের সহযোগীদের নিয়ে আমার মামার নির্মাণাধীন বাড়ির নিচতলায় প্রবেশ করে আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে, কিল-ঘুষি ও লাথি মারে। আমার ডাক চিৎকারে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) আব্দুস সালামসহ লোকজন এসে আমাকে উদ্ধার করে। এসময় সন্ত্রাসী সুমন আমার পিতাকে ধাক্কা দেয় ও লাঞ্ছিত করে। সন্ত্রাসীদে দাবিকৃত চাঁদার টাকা না দিলে বাড়ির নির্মাণ কাজ করতে দিবেনা এবং আমাকে পিটিয়ে এলাকা ছাড়া করবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সুমন ও বাবু কাঠগড়া নয়াপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদেরকে চাঁদা না দিয়ে এলাকায় কেউ নির্বিঘ্নে বাড়ি নির্মাণ কাজ করতে পারেনা। ওই এলাকায় কেউ বাড়ির নির্মাণ কাজ করতে চাইলেই তাদেরকে হতে হয় সন্ত্রাসী চক্রটির নিরব চাঁদাবাজির শিকার। এসময় সন্ত্রাসী সুমন ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, বাড়ি নির্মাণের ঘটনায় চাঁদা দাবির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত।