ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


প্রসাশনের চোখে ধুলো দিয়ে কক্সবাজারে চলছে রমরমা মাদক ব্যবসা


১৬ ডিসেম্বর ২০১৯ ১০:২৩

ছবি সংগৃহীত

মাদক কে না বলুন! বাংলাদেশ কে মাদক মুক্ত করতে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেন। বাংলাদেশের সকল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মাদকের বিরুদ্ধে প্রসাশনের বিভিন্ন অভিযান চলমান রয়েছে। প্রসাশনের এত অভিযানের পরও কক্সবাজার সৈকত পাড়ার একজন ইয়াবা ব্যাবসায়ী ও দখলবাজ নাছির উদ্দিন এখনো প্রসাশনের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যা এখনও প্রসাশনের দৃষ্টি গোচর হয়নি। নাছির নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ায়। মাদক ব্যবসায়ী নাছির উদ্দিনের রয়েছে একটি বিশাল ক্যাডার বাহিনী। চুরি, ছিন্তায়, ডাকাতি, জমি দখল ও ইয়াবা ব্যবসা করে সে এখন কোটি কোটি টাকার মালিক। গভির রাতে নাছিরের দখলে চলে কক্সবাজার সৈকত পাড়া। ইয়াবা, গাঁজা, মদের মতো নেশায় আসক্তদের গভির রাতে নাসিরের বাসায় যাতায়ত করতে দেখা যায়। মাদক ব্যবসায়ী নাসিরের এমন কু-কর্মে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ। তার এমন কু-কর্মে অতিষ্ট হয়ে, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে তদন্ত র্পূবক ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছে।