ফ্যান কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু: ২৫ হাজার করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ

গাজীপুরের ফ্যান কারখানায় আগুন লেগে ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্তও নিয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে এই ঘোষণা দেয়া হয়। এর আগে, এবার আগুন লেগেছে একটি ফ্যান কারখানায়। কারখানাটি ঢাকার অদূরে গাজীপুরের হারিনালে অবস্থিত। আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যায় আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ১০ জন। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায় নি। এর আগে, আনুমানিক সন্ধ্যা ছয়টায় কারখানায় আগুনটি ছড়িয়ে পড়ে।
রবিবার (১৫ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, কেরানিগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন লেগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ১৮ জন।