কাদের মোল্লাকে ‘শহীদ’ বলা গর্হিত এবং রাষ্ট্রবিরোধী: তথ্য প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লা’র। এই কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে প্রথম পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনের প্রতিবাদে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠন দৈনিক সংগ্রামের অফিস ভাঙচুর করে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানার পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, এটা অবশ্যই গর্হিত এবং রাষ্ট্রবিরোধী সংবাদ। আমরা এই সংবাদ প্রত্যাখ্যান করি, এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এমন সংবাদের তীব্র বিরোধিতা করছি। দৈনিক সংগ্রামকে এর দায় নিতে হবে এবং জবাবদিহির মুখোমুখি করা হবে। তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, স্পেন সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ দেশে ফিরলে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। স্পেন থেকে তিনি দেশে ফিরলে করণীয় এবং সিদ্ধান্ত গ্রহণ করবো। আমি এবং মন্ত্রী মহোদয় একসাথে অফিসিয়াল প্রতিক্রিয়া জানাবো।
নতুনসময়/আইকে