ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩


২০ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৭

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে তিন জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরতাঁরাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
 
চরতাঁরাপুর ইউনিয়নের চেয়াম্যান রবিউল হক টুটুল জানান, বৃহস্পতিবার দুপুরে পদ্মায় প্রবল স্রোতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে তিন জন নিখোঁজ রয়েছেন।
 
পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন জানান, পদ্মায় প্রবল স্রোত আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন। তাদের সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছেন।
 
একেএ