ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত


১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৪

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে বারইপাড়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে আজ এক সংকটময় মুহূর্ত পার করছে। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

আইএমটি