ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৩

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় সততা ষ্টোর উদ্বোধন করেন।

চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল কাইউম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আহসান উল্লাহ, শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতারুজামান লিটু, সদস্য সাংবাদিক মো: মিলন হোসেন ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু।

এসএমএন