ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


মেলান্দহে দুর্ঘটনায় যুবক নিহত


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৯

জামালপুরের মেলান্দহ উপজেলার সাদিপাটি গ্রামে ব্যাটারী চালিত অটোরিক্সায় শাহাদৎ মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার মেলান্দহ উপজেলার সাদিপাটি থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে শাহাদৎ ইসলামপুরে যাওয়ার পথে পথে অন্য ১টি গাড়িকে সাইড দিতে গিয়ে সে পাশে গর্তে উল্টে পড়ে।

স্থানীয়রা অটোরিক্সার চালককে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেলারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপালনকারী চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এসএমএন