ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


বিষধর সাপের সাথে রাতে ঘুম, অতঃপর...


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১১

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন এলাকায় বিছানার ভেতর থেকে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বলা যায় সাপের সাথে রাতের ঘুমই ছিলো তার শেষ রাত।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খাটে বড় বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে মাসুরা নামে মেয়েটি কিন্তু বিছানার ভেতর ঘুমন্ত অবস্থায় মাসুরার ঘাড়ের নিচে বিষধর একটি সাপ কামড় দেয়। পরে রাত দেড়টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনার পর মাসুরার শরীরে ভ্যাকসিন দেয়া হলেও সেটা আর কাজে লাগেনি। মৃত্যু হয় মাসুরার।

নিহত মাসুরা ওই গ্রামের মকলুকাত শেখের মেয়ে। সে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাসুরাকে চিকিৎসা দেয়ার সময়ই তার মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর অনেক পরে তাকে হাসপাতালে আনা হয়।

আরআইএস