ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


টাঙ্গাইলে গরুর আবাসিক হোটেল


১০ আগস্ট ২০১৯ ১৯:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুরে হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে গরুর আবাসিক হোটেল। দূর-দুরান্ত থেকে আনা গরুর বিশ্রাম ও খাওয়ার ব্যবস্থা আছে এসব জায়গায়। ঈদের মৌসুমে পশু বেচাকেনা বাড়ায় ব্যবসা বেড়েছে এসব হোটেলের।

ভূঞাপুর উপজেলায় যমুনার পাড়ে গড়ে উঠেছে গোবিন্দাসী গরুর হাট। দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পশু বেচাকেনা হয় এখানে।

দূর-দূরান্ত পাড়ি দেয়া গরুগুলোকে সইতে হয় যাত্রাপথের ধকল। তাই দরকার হয় বিশ্রামের। এদের খাওয়ানো এবং নিরাপদে রাখার কাজটাও বেশ ঝক্কির। এসব চাহিদার কথা মাথায় রেখেই গোবিন্দাসী হাটের আশপাশে গড়ে উঠেছে শতাধিক গরুর হোটেল। দৈনিক ২০ টাকা থেকে ২৫ টাকা ভাড়া দিয়ে এখানে গরু রাখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, হাটের দিন বিক্রি না হলে হোটেলে গরু রাখেন তারা। এই সুবিধার কারণে গোবিন্দাসীতে গরু নিয়ে আসতে চিন্তা করতে হয় না তাদের।

জনপ্রতিনিধিরা বলছেন, গরুর হোটেলের কারণেই হাটটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর অবকাঠামো উন্নয়নের প্রয়োজন দেখছেন তারা। হাটের পাশে গড়ে ওঠা গরুর হোটেলে আয় করছে গোবিন্দাসীর শতাধিক পরিবার।