ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নিউজিল্যান্ডের দুর্গে মিরাজের জোড়া আঘাত


৬ জুন ২০১৯ ১১:০৫

সাকিবের জোড়া আঘাতের পরই কেন উইলিয়ামসনের রান আউটের সুযোগ নষ্ট করেন মুশফিকুর রহীম। মুশফিকের হাতে জীবন পেয়েছেন লস টেইলরও। নতুন জীবন পেয়ে এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটে দারুন এক জুটি গড়ে জয়ের ভীত গড়েদেন।  এরা দু’জন তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। দলীয় ১৬০ রানে ব্যক্তিগত ৪০ রানে উইলিয়ামসনকে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ। ওই ওভারেই টম লাথায়কেও সাইফুদ্দিনের ক্যাচে পরিনত করেন এই অফস্পিনার।

 

নতুনসময়/এনএইচ