ঢাকা রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২


বায়ার্নের গোল উৎসবের রাতে পয়েন্ট হারাল আর্সেনাল-লিভারপুল


১৮ জানুয়ারী ২০২৬ ০৮:৩৬

সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোল শুন্য ড্র করেছে গানাররা। অপরদিকে, বুন্দেসলিগায় লাইপজিগকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বাভারিয়ানরা।

 

শনিবার (১৭ জানুয়ারি) আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।

 

এদিন লিভারপুল-বার্নলির ম্যাচে শুরু থেকেই আভাস মেলে আক্রমণ-পাল্টা আক্রমণের। প্রথম ১৬ মিনিটে গোলের জন্য লিভারপুল চারটি ও বার্নলি নেয় তিনটি শট। একের পর এক আক্রমণে জালের দেখা পেতে ব্যর্থ হলে ম্যাচের ৩১তম মিনিটে আসে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু স্পট কিক ক্রসবারে মেরে লিভারপুল দর্শকদের হতাশ করেন দমিনিক সোবোসলাই।

 

অবশেষে ম্যাচের ডেডলক ভাঙ্গে ৪২ মিনিটে। জোরাল শটে দলকে এগিয়ে নেন ভিয়েৎসা। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে লিভারপুলের আক্রমণের ধারা। এর মাঝেই আচমকা গোল হজম করে বসে দলটি। এডওয়ার্ডসের গোলে সমতায় ফিরে বার্নলি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় অল রেডদের।

 

লিগের অপর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বারবার সুযোগ তৈরি করলেও কোন শটই লক্ষ্যে রাখতে পারছিলনা আর্সেনাল। ম্যাচের ২৯তম মিনিটে মার্তিনেল্লির শট লক্ষ্যভ্রস্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। প্রথমার্ধে গোলের জন্য আর্সেনাল আটটি শট নিলেও মেলেনি জালের দেখা।

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটি গোলের সন্ধানে একের পর এক পরিবর্তন করতে থাকেন কোচ। তবে কার্যকর কোন ভূমিকা রাখতে পারেনি সাকা, গাব্রিয়েল ও মিকেল মেরিনোরা। ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ফিরেছে মিকেল আর্তেতার দল।

 

বুন্দেসলিগায় আরবি লাইপজিগের জালে রীতিমতো গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। যার শুরুটা হয় ম্যাচের ২০ মিনিটে হোঁচট খেয়ে। রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ।

 

বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫০ মিনিটে প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান জিনাব্রি। ১৭ মিনিট পর খুব কাছ থেকে গতিময় শটে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ৮২তম মিনিটে ইউনাথান টায়ের গোলে ব্যবধান বাড়ায় কোম্পানির দল। ম্যাচের শেষ দিকে জালের দেখা পান পাভলোভিচ ও মাইকেল ওলিসে।

 

শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি লিগ টেবিলের শীর্ষস্থান পোক্ত করল বায়ার্ন।