ঢাকা শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ


১৭ জানুয়ারী ২০২৬ ০৯:২৩

সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

 

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভালো ফর্মে থাকা টাইগার যুবারা সবশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৭টিতে। সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে তারা এবারও শিরোপার অন্যতম দাবিদার। তরুণ তুর্কি, হালের সেনসেশন বইভব সুরিয়াবংশী দলটির বড় শক্তি।

 

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব। আমরা অনেকদিন আগে এসেছি, তাই প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা।

 

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।