ঘাম ঝরানো জয়ে কোয়ার্টারে বার্সেলোনা
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফেরান তরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরের বিপক্ষে ঘাম ঝরানো এক জয় পেয়েছে কাতালানরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দ্বিতীয় স্তরের দল রেসিংয়ের মাঠে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
প্রথমার্ধে চেনা ছন্দে ছিল না বার্সেলোনা। সান্তান্দেরের বিপক্ষে প্রথম ৪৫ মিনিট কাটে গোলশূন্য। তবে বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট।
ফেরান তরেসের গোলে লিড পায় কাতালানরা। আর ম্যাচের শেষ ভাগে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন ওয়ান্ডার কিড ইয়ামাল।
ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে হান্সি ফ্লিকের দল শট নেয় ১৭টি, যার ৭টিই ছিল অন টার্গেট। অন্যদিকে, রেসিং গোটা ম্যাচে ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
