ঢাকা শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৪ঠা মাঘ ১৪৩২


আজ পবিত্র শবে মেরাজ


১৬ জানুয়ারী ২০২৬ ০৯:৪৩

সংগৃহীত

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

 

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

 

এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত।

 

এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত-বন্দেগি করে থাকেন মুসলমানরা।