ঢাকা রবিবার, ১৮ই জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২


রুমিন ফারহানার উঠান বৈঠকে ম্যাজিস্ট্রেটের বাধা, জড়িয়ে পড়লেন বাকবিতণ্ডতায়


১৮ জানুয়ারী ২০২৬ ০৮:৪৩

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠক করতে গেলে তাতে বাধা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ সময় রুমিন ফারাহানা নিবার্হী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ এলাকায় এ কাণ্ড ঘটে। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুদ্ধ হয়ে উঠেন।

 

ম্যাজিস্ট্রেটের উদ্দেশে তিনি বলেন, আমি শেষবারের মতো আপনাকে সর্তক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।

 

এ সময় রুমিন ফারহানা আরও বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। তাদের ব্যাপারে কিছুই করেন না।

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে আরও কঠোর কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না, স্যার। মাথায় রাইখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।

 

এই ঘটনার প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেছেন, নির্বাচনবিধি লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।