দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় পেলো অস্ট্রেলিয়া। শনিবার (২৫ অক্টোবর) ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারেই জয় পায় অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে ১ম উইকেট হারায় প্রোটিয়ারা। মেগানের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৩১ রান করা অধিনায়ক লউরা উলভার্ট। পরে অজিদের বোলিং তোপে আসা যাওয়ার মিছিলে লেগে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৯ রান করা সিনালো জাফটাকে ফেরান অ্যালানা কিং। আর কেউ বলার মত স্কোর করতে না পারলে ক্লাকের ১৪ রানে ভর করে ৯৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। অজিদের হয়ে ৭ উইকেট নিয়েছেন অ্যালানা কিং।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিবি লিচফিল্ডকে হারায় অস্ট্রেলিয়া। এলিসা পেরি ফেরেন শূন্য রানে। এরপরের গল্পটা জর্জিয়া ভল ও বেথ মুনির। দুজনের ৭৬ রানের পার্টনারশিপে জয়ের কাছে যেতেই ব্যক্তিগত ৪২ রানে সাজঘরের পথ দেখেন মুনি। তবে জর্জিয়ার অপরাজিত ৩৮ রানে ১৯৯ বল আগেই জয় পায় অজিরা।
