ঢাকা শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২


আসরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


২৫ অক্টোবর ২০২৫ ১৪:০৯

সংগৃহীত

আসরে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল রোববার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

 

টুর্নামেন্ট থেকে টাইগ্রেসদের বিদায় নিশ্চিত হওয়ায় এ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। ৬ ম্যাচে মাত্র এক জয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

 

অপরদিকে, সমান ম্যাচে তিন জয়ে চারে থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। জয় দিয়ে শুরু করলেও সবশেষ টানা ৫ ম্যাচে পরাজয়ের বৃত্তে থাকা বাংলাদেশ নিশ্চই চাইবে শেষের গল্পটা রঙিন করে রাখতে।