গরুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু
রুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এক ব্রাজিলিয়ান ফুটবলারের। আন্তোনি ইলানো নামের ওই তরুণ ফুটবলার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।
ইলানোর বাইক রাস্তায় একটি গরুর সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার ভোররাতে ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। ২০ বছর বয়সী ইলানো খেলতেন পিয়াউই এস্পোর্তে ক্লাবে। এ বছর দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে তিনি অবদান রেখেছেন।
