ঢাকা শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২


২০২৮ পর্যন্ত মায়ামিতে থাকছেন মেসি


২৪ অক্টোবর ২০২৫ ০৯:১২

সংগৃহীত

লিওনেল মেসির সাথে নতুন চুক্তি করেছে তার ক্লাব যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন চুক্তির মেয়াদ।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে মেসিকে নিজেদের ডেরায় রাখার বিষয়টি নিশ্চিত করে দলটি।

 

ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’।

 

ক্লাবের এক বিবৃতিতে এলএমটেন বলেছেন, এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

 

২০২৩ সালে প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এখন এই নতুন চুক্তির মাধ্যমে আরেকটি বিষয়ও প্রায় নিশ্চিত হলো— ২০২৬ বিশ্বকাপে খেলতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।