ঢাকা শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২


ভারত-অস্ট্রেলিয়া ২য় ওয়ানডে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অজিরা


২৩ অক্টোবর ২০২৫ ২০:১৮

সংগৃহীত

৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দর নোঙর করে অজিরা।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেইডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন শুভমান গিল ও ভিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ডাক মারলেন কোহলি। এরপর ১১৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। রোহিত ৭৩ ও শ্রেয়াস ফেরেন ৬১ রান করে। আক্সার প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানের পুঁজি পায় ভারত।

 

অজিদের পক্ষে ৪টি উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। এছাড়া জেভিয়ার বার্টলেট ও মিচেল স্টার্ক পান যথাক্রমে ৩ ও ২ উইকেট।

 

জবাবে দলীয় ৫৪ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ৩০ রান করে সাজঘরে ফেরেন ম্যাট রেনশো। ৭৪ রান করে বিদায় নেন ম্যাথিউ শর্ট। ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মিচেল ওয়েন। শেষ দিকে কুপার কনোলির অপরাজিত ৬১ রানে সহজ জয় পায় স্বাগতিকরা।

 

ভারতের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর, আর্শ্বদ্বীপ ও হর্ষিত রানা।

 

আগামী শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।