ঢাকা বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২


ডাক মেরেও দর্শকদের অভিবাদন, জবাবে হাত তুলে কী বোঝালেন ভিরাট?


২৩ অক্টোবর ২০২৫ ১৪:৫৭

সংগৃহীত

পার্থে যেমন নামের প্রতি সুবিচার করতে পারেন নি ভিরাট কোহলি, অ্যাডিলেডেও তা-ই হলো। প্রথমবার অবশ্য আট বল খেলেছিলেন। এবার তার চেয়েও কম, মাত্র চার বল। বার্টলেটের দ্রুতগতির বলটা একটু সামনে পা বাড়িয়ে ডিফেন্স করতে গেলেন। কিন্তু যে বল মাঝ ব্যাটে লাগার কথা, তা ব্যাটের কোনাও ছুঁলো না। গিয়ে লাগলো প্যাডে। সঙ্গে সঙ্গে আপিল বোলারের। আম্পায়ারও বেশি সময় নিলেন না আঙুল তুলতে। 

 

রোহিতের সঙ্গে অবশ্য আলোচনা করে রিভিউ নেননি ভিরাট। তাতে যে একটা রিভিউ বেঁচে যাবে ভারতের, সেটা বোধহয় দুই অভিজ্ঞ আগেই বুঝে ফেলেছিলেন।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে যারা ভিরাটের ব্যাটিংশৈলী দেখার অপেক্ষায় ছিলেন, তারা রীতিমত দ্বিতীয়বারের মতো হতাশ হয়েছেন। তবে, যেটা নিয়ে আলোচনা চলছে বেশি, তা ঘটেছে আউট হয়ে ফেরার সময়।