ঢাকা বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৩ অক্টোবর ২০২৫ ১৪:৫৪

সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

 

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে দু'দলই।

 

কালো মাটির স্পিন উইকেটে প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। এরপর স্পিনার আকিল হোসেনকে উড়িয়ে এনে নাটকীয় জয়ে সমতায় ফেরে ক্যারিবীয়রা। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে দৃষ্টিকটুভাবে হেরে বসে মেহেদী মিরাজের দল।

 

সিরিজ হাতছাড়া হলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয়া কঠিন হবে বাংলাদেশের জন্য। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৭৪ আর ক্যারিবিয়ানদের পয়েন্ট ৮০। আজ জয় পেলে মিরাজদের পয়েন্ট হবে ৭৬, হোপদের ৭৯।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

 

ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

 

বাংলাদেশ একাদশ:

 

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।