ঢাকা বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২


বেলিংহামের গোলে রিয়ালের তিনে তিন


২৩ অক্টোবর ২০২৫ ১৪:৫২

সংগৃহীত

জুড বেলিংহামের মৌসুমের প্রথম গোলে তীব্র লড়াইয়ের ম্যাচে য়্যুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এ নিয়ে প্রথম তিনটি ম্যাচেই জিতল স্প্যানিশ জায়ান্টরা।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে দুই বড় দল য়্যুভেন্টাস ও রিয়ালের ম্যাচে জমাট লড়াই হবে, এটাই ছিল প্রত্যাশিত। হয়েছেও তাই। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের নায়ক ছিল থিবো কোর্তোয়া আর ডি গ্রেগোরি অর্থাৎ দুই দলের গোলরক্ষক। দারুণ সব সেভে স্কোরলাইন থাকে ০-০।

 

তবে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি পায় রিয়াল। বা প্রান্ত থেকে দারুণ ক্ষিপ্রতা আর গতিতে য়্যুভেন্টাসের চার ফুটবলারের সাথে ছেলেখেলা করে শট নেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সেই শট পোস্টে লেগে ফেরত এলে ট্যাপ ইন গোলে ৫৭ মিনিটে লস ব্লাঙ্কোসদের জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম।