ঢাকা বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


নারী বিশ্বকাপ বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ, শাস্তি পেলেন লঙ্কান পেসার


২২ অক্টোবর ২০২৫ ২২:২২

সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি হিসেবে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার মালকি মাদারা।

 

বুধবার (২২ অক্টোবর) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা— আইসিসি।

 

মূলত, বিশ্বকাপের 'ডু অর ডাই' ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে বাংলাদেশি ওপেনার ফারজানা হককে আউট করার পর উদযাপন করতে গিয়ে রীতিমতো বাড়াবাড়ি করে ফেলেন এই শ্রীলঙ্কান বোলার। বিষয়টি নজরে আসে ম্যাচ রেফারির। এই আগ্রাসী উদযাপন ফলেই শাস্তি পেতে হয়েছে মাদারাকে।

 

আইসিসি বিধিমালা অনুযায়ী, ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন করেন মালকি। তাই আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেয়া হয় মালকিকে।

 

উল্লেখ্য, গত ২৪ মাসে কোনো আচরণবিধি লঙ্ঘনের রেকর্ড না থাকায় বড় কোনো শাস্তি পাননি এই লঙ্কান নারী ক্রিকেটার।