ঢাকা বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


মায়ামিতে বার্সেলোনার ম্যাচ বাতিল


২২ অক্টোবর ২০২৫ ১৩:০৪

সংগৃহীত

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিল করেছে লা লিগা। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।

 

আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। আর এমনটা হলে ইউরোপীয় ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো লিগ ম্যাচ অনুষ্ঠিত হতো বিদেশের মাটিতে। তবে গত কয়েক সপ্তাহে স্পেনে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতির কথা উল্লেখ করে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

 

যুক্তরাষ্ট্রে খেলার অনুমতি পাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদসহ লা লিগার অন্য দলগুলো কড়াভাবে সমালোচনা করেছিল এমন সিদ্ধান্তের।