ঢাকা শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২


নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল


১৭ অক্টোবর ২০২৫ ১৯:২৮

সংগৃহীত

আগামী নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। বছর দুয়েক আগে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। সেবার হলুদ জার্সীধারীদের ৪-২ গোলে চমক দিয়েছিল সেনেগাল।

 

 

তিনদিন পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এবার আফ্রিকার আরেক দল তিউনিশয়িার মুখোমুখি হবে আনচেলোত্তির দল। ফ্রান্সের শহর লিলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তিউনিশিয়ার সঙ্গে দুই বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই বড় জয় পেয়েছে ব্রাজিল। এবার উত্তর আফ্রিকার দেশটি নিজেদের আগের চেয়ে শক্তিশালী হিসেবে মাঠে নামতে চায়। ইতোমধ্যে আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের বাছাই পেরিয়েছে তারা।

 

 

সিবিএফ বলছে, বিশ্বকাপ শুরুর আগে আফ্রিকার শারীরিকভাবে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা দলকে দিতেই এই উদ্যোগ। বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে সেরা প্রস্তুতির সুযোগ দিতে এরপর ইউরোপের দুই শীর্ষ দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিবিএফ।

 

 

সম্প্রতি ফিফা উইন্ডোতে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের পর জাপানে গিয়ে হেরে বসে সেলসাওরা।