ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ২রা কার্তিক ১৪৩২


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন সৌম্য, নতুন মুখ অঙ্কন


১৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৮

সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং নাহিদ রানা। দলে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।

 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষণা করা হয় দল। নাইম শেখের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের জার্সিতে একদিনের ম্যাচে দেখা যায়নি সৌম্যকে।

 

অপরদিকে, পেসার নাহিদ রানার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরির জন্য এই সিরিজেও খেলা হচ্ছে না লিটন দাসের। ফুল ফিট না হলে টি-২০ সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তার।

 

 

আগামী ১৮ অক্টোবর শুরু হবে সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচ গড়াবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ