ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


এশিয়ান কাপ বাছাইয়ে কপাল পুড়লো বাংলাদেশের


১৫ অক্টোবর ২০২৫ ০৮:২০

সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে ড্র করে এশিয়ান কাপ বাছাইয়ে কপাল পুড়লো বাংলাদেশের। আরেক ম্যাচে ভারত সিঙ্গাপুরের সাথে হারে ২-১ ব্যবধানে। আর তাতেই শেষ হয়ে গেলো এই দুই দলের এশিয়া কাপ স্বপ্ন।

 

হংকংয়ের বিপক্ষে জয় হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ তাকিয়ে ছিলো ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। যেখানে ভারত জয় পেলে টিকে থাকতো বাংলাদেশের স্বপ্ন। কিন্তু ভারতের পরাজয় আসর থেকে বিদায় নিশ্চিত করেছে হামজা-সমিতদের।।

 

চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ২। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের সমান ৮ পয়েন্ট। সি- গ্রুপ থেকে তাই মূলপর্বে যাচ্ছে হংকং অথবা সিঙ্গাপুর। তবে ভারতের সমান ২ পয়েন্ট হলেও টেবিলের তিনে অবস্থান ক্যাবরেরা শিষ্যদের। বিপরীতে একেবারে তলানিতে অবস্থান ভারতের।

 

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে লড়বে বাংলাদেশ।